নূরুল আমিন, ভোলা ।।
ভোলার লালমোহন থেকে ঢাকা পাচারকালে লঞ্চ থেকে ১০ মন ইলিশ আটক করেছে কোস্ট গার্ড। রোববার সন্ধ্যায় লালমোহন নাজিরপুর ঘাটে প্রিন্স অব রাসেল-১ থেকে এ মাছগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়া নদীতে মাছ ধরা অবস্থায় ৯৫ হাজার মিটার জাল ও উদ্ধার করেছে কোস্ট গার্ড।
লালমোহন উপজেলা মৎস্য অফিস সহকারী আব্দুল মালেক জানান, কোস্ট গার্ডের চীপ পেটি অফিসার আনিচুর রহমানের নেতৃত্বে রোববার তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়।
ঘোষেরহাট থেকে ছেড়ে আসা প্রিন্স অব রাসেল-১ লঞ্চ নাজিরপুর ঘাটে আসলে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১০ মন ইলিশ মাছ জব্দ করে। আটককৃত মাছ বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া কোস্ট গার্ড নদী থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ হাজার মিটার নেট জাল ও ৫ হাজার মিটার চরগ্যাজ জাল উদ্ধার করে তা নাজিরপুর ঘাটে পুড়িয়ে দেয়।