৫২ জাতীয় ডেস্ক ।।
বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বিজিবি কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার হয় নাই, হচ্ছে না এবং হবেও না। আমরা দেশের সাংবিধানিক দায়িত্ব পালন করছি। আমরা দেশের জনগণের স্বস্তিদায়ক নিরাপত্তা বিধানে কাজ করছি, এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয়। ইতিপূর্বে আমার দেয়া বক্তব্য ছিল, যারা পেট্রোলবোমা মারে তারা সন্ত্রাসী। এটা কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না। সরকার যতদিন চাইবে বিজিবি ততদিন মাঠে থাকবে বলেও জানান তিনি।
শুক্রবার সকালে কুড়িগ্রাম ৪৫ বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক। ফেলানী হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যা বিষয়টি সারা বিশ্বের জনগণের মনে নাড়া দিয়েছে। এটা একটা ঘৃণিত কাজ। বিচারিক কার্যক্রম বিলম্বিত হলেও দেশের মানুষের মতো ন্যায় বিচার প্রত্যাশা করছি।
সীমান্তে হত্যা বন্ধে অপরাধীকে পুলিশে সোপর্দ করার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করুন। সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সীমান্ত হত্যা বন্ধে ভারতের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা হচ্ছে উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা বন্ধে ভারতের উচ্চ পর্যায়ের সঙ্গে কথা হচ্ছে। অচিরেই সীমান্তে হত্যা বন্ধ হবে। সীমান্তের যেসব স্থানে কাঁটাতারের বেড়া নেই সেখানেও বেড়া নির্মাণে বিএসএফকে অনুমতি দেয়া হয়েছে। পর্যায়ক্রমে তা নির্মাণ করবে ভারত। এতে অনেকাংশে চোরাচালান বন্ধ হবে। এ ছাড়া পর্যায়ক্রমে দেশের সব সীমান্তে হাট-বাজার গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে রংপুর বিজিবির আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রংপুর সেক্টর কমান্ডের কর্নেল মো. জুলফিকার আলী, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতীসহ অন্যরা উপস্থিত ছিলেন।