৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, রাশিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার পরিকল্পনায় কোনো রদবদল হবে না। এক প্রেস ব্রিফিং-এ এ কথা বলেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ- জেনারেল মার্টিন ই. ডেম্পসে।
তিনি বলেন, ইরানের কাছে এস-৩০০ ক্ষেপণাস্ত্র বিক্রির সম্ভাবনার বিষয়টি অনেক দিনে থেকেই পেন্টাগনের জানা আছে এবং এ ব্যবস্থার কথা ধরে নিয়েই সর্বাত্মক হামলার পরিকল্পনা করা হয়েছে। পরমাণু আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি এখনো আমেরিকা বিবেচনা করছে বলেও জানান তিনি।
ইরানের কাছে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার জন্য সোমবার একটি ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ডিক্রি জারির মাধ্যমে ইরানের কাছে এস-৩০০ বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। গত ২ এপ্রিল ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু কর্মসূচি নিয়ে যৌথ বিবৃতির পর এ ডিক্রি জারি করা হলো।
২০০৭ সালে করা চুক্তি অনুযায়ী ভূমি থেকে আকাশে ছোঁড়ার উপযুক্ত এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানকে দিতে বাধ্য ছিল রাশিয়া। কিন্তু পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ইরানের ওপর চর্তুথ দফা নিষেধাজ্ঞা আরোপের অজুহাতে ২০১০ সালে তা তেহরানকে দিতে অস্বীকার করে মস্কো। আর এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সালিশী আদালতে রুশ অস্ত্র রফতানি সংস্থার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছিল ইরান।