৫২ সম্পাদকীয় কলাম ।।
বাংলাদেশের ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও রাজনৈতিক ভাষ্যকার নুরুল কবির বলেছেন, দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে তরুণ সমাজের যে ইতিবাচক ভূমিকা রাখার কথা ছিল ছাত্রলীগের কারণে সেই তারুণ্য এখন বিশৃঙ্খল পথে ধাবিত হয়েছে। সমাজের সকল চিন্তাশীল ব্যক্তি ও সংগঠনের উচিত এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীর শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের পুলিশ ছেড়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ নির্যাতনকারীদেরকে আজকে নতুন ছেড়ে দেয় না। বহু ইনোসেন্ট মানুষকে নির্যাতনকারীর ভূমিকায় অবতীর্ণ হয়- এ অভিযোগ বাংলাদেশে বিভিন্ন আমলে দেখা গেছে। তবে বর্তমান সরকারের আমলে তা অনেক বেড়ে গেছে। সাম্প্রতিককালে র্যাবের চেয়ে পুলিশের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেশি ঘটেছে। এর কারণ হচ্ছে- বাংলাদেশে পুলিশকে বর্তমান সরকার সবচেয়ে বেশি ব্যবহার করেছে।
টিএসসির ঘটনায় জড়িতদের প্রসঙ্গে তিনি বলেন, ১লা বৈশাখে ছাত্রলীগের একটি সংগঠিত গ্রুপ মেয়েদের উত্ত্যক্ত করেছে- এটা জেনেশুনেই পুলিশ তাদের থামাতে যায়নি। কারণ তারা জানে যে, ছাত্রলীগকে থামাতে গেলে তাদের চাকরি চলে যেতে পারে। ছাত্রলীগের অপকর্ম প্রতিরোধ করার নৈতিক শক্তি ও সাহস পুলিশ হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন নুরুল কবির