৫২ টঙ্গী প্রতিনিধি ।।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মিলগেট এলাকা থেকে গতকাল শনিবার ভোরে একটি গ্রেট তুরাগ পরিবহনের বাসসহ ৪ টি চুরিকৃত গরু জব্দ করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক মো. রাসেল হোসেনকে (২২) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলির মধ্যে তিনটি লাল রঙের গাভী ও ১টি কালো রঙের ষাড় রয়েছে।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টায় ওই এলাকায় দাড়িয়ে থাকতে দেখে এক অজ্ঞাত কিশোর (১৩) ঢাকা যাওয়ার উদ্দেশে বাসটিতে (ঢাকা- মেট্রো-ব-১৪-২৫৮৬) ওঠে। গাড়িতে চড়ার অপরাধে চালক ও হেলপার মিলে ওই কিশোরকে চড় থাপ্পড় মেরে নামিয়ে দেয়। পরে ওই কিশোর পাশে থাকা টহলরত পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ এগিয়ে যায়। পুলিশ আসতে দেখে গাড়ি ফেলে চালক ও হেলপার পালানোর সময় স্থানীয় জনতা চালককে আটক করে। এসময় পুলিশ গাড়িতে থাকা ৪টি গরু জব্দ ও আটক চালককে বাসসহ থানায় নিয়ে যায়। এঘটনায় জড়িত সন্দেহে গাড়ির চালক মো. রাসেলকে ৫৪ধারায় গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।