ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রুস্তুম আলী মাতাব্বর গং দের বিরোদ্ধে পাশ্ববর্তী ইলিশা ইউনিয়নের মৃত সাবেক পুলিশ সদস্য আঃ কাদের মিয়ার জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় ৫নং ওয়ার্ডের চর মনসা মৌজার খতিয়ানের ১০৬/৯, দাগ নং ০৩, জমিতে জোর পুর্বক বাড়ি পুকুর ও বাগান ভোগ দখল করে আসছে ঐ এলাকার প্রভাব শালী রুস্তুম আলী গং, দীর্ঘদিন যাবৎ জোর পুর্বক দখল করে আসছে বলে অভিযোগ করেন স্থানীয় জামাল ও ঐ কাদের মিয়ার পুত্র সবুজ, কাঞ্চন। প্রকৃত জমির মালিক কাদির মিয়ার পুত্র পূর্ব ইলিশা যুবলীগ নেতা সবুজ মিয়া সাংবাদিকদের বলেন আমাদের জমিনে আমরা গেলে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অযথা হযরানী করছে রুস্তম মাতাব্বর গং, যাহার মামলা নং- ৪০৬/২০১৪।
এই ব্যাপারে একাদিকবার শালিশ করলেও রুস্তম মাতাব্বর গং এলাকার প্রভাবশালী বলে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। উপায়ন্ত না দেখে আমি ভোলা কোর্টে একটি মামলা দ্বায়ের করি, যার নং- ৬৯৭। এই ব্যাপারে অভিযুক্ত রুস্তম মাতাব্বরের সাথে যোগাযোগ করলে সে বলে কয়েকবার শালিশ বিচার হয়েছে কিন্তু কেউ কোন সঠিক সমাধা করতে পারে নাই। আপনার কাছে দলিল নেই কিভাবে আপনি ভোগ দখল করছেন, এমন প্রশ্নের জবাবে সে জানায়, আপনারা পত্রিকায় দিলে দেন এই সকল বিষয়ে আমাকে কোন প্রশ্ন করবেন না। পত্রিকায় লিখলে কি আর হয়। এই ব্যাপারে ঐ এলাকার বাসিন্দা হাসন আলী চৌকিদার বলেন বিষয়টি আমি শুনেছি। বিচার হওয়ার কথা কিন্তু পরে কি হইছে আমি আর জানি না। তবে কাদির পুলিশের জমি এই খানে আছে এটা সত্য। তবে কোন দাগে সেটা জানি না।
ওয়ার্ডের মেম্বার ইমাম হোসেন চৌকিদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি। জমির মালিক কাদির মিয়ার পুত্র সবুজ মিয়া প্রশাসনের কাছে দাবী জানান দ্রুত যেন রুস্তম আলী গং এর কাছ থেকে তার সম্পত্তি তাকে ফিরিয়ে দেন।