৫২ ডেস্ক।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে এই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল ও পরিবহন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের নতুন বভনের সামনে (২নং গেট) মিরপুরগামী শিক্ষকদের একটি বাস (ঢাকা মেট্রো-ঝ-১৪-০০৪৯) পার্কিং করে রাখা অবস্থায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আগুন নেভায়।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি ৮/১০টি সিট পুড়ে গেছে। এই ঘটনায় পুলিশ কিংবা কর্তৃপক্ষ কাউকে আটক করতে পারেনি।