৫২ জাতীয় ডেস্ক ।।
রাজধানীর কারওয়ানবাজারে গতকাল গাড়ীবহরে হামলার ঘটনার পর, আজো ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে নির্বাচনের মাঠে নেমেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবারের হামলায় ভাঙ্গা গাড়ির বহর নিয়েই আজ চতুর্থ দিনের মতো তিনি মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, মহিলা দলের শিরীন সুলতানা, সুলতানা আহমেদসহ বেশ কয়েকজন নেত্রী।
ছাত্রদল সভাপতি রাজীব আহসান এর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলে ছাত্রদলের নেতাকর্মীরা আজ তার গাড়িবহরের সঙ্গে রয়েছে। তবে গাড়িবহরে কোন পুলিশ প্রটেকশন নেই।
এর আগে বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা।
বৈঠকে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, নেদারল্যান্ডস, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, ডেনমার্ক, সিঙ্গাপুরের কূটনীতিকরা ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য জেবা খান, বিএনপি নেত্রী শ্যামা ওবায়েদ প্রমুখ।
বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে ‘ব্রিফিং ফর দ্য ডিপ্লোম্যাট’ নামে লিখিত একটি বিবৃতি কূটনীতিকদের হাতে দেয়া হয়।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পরিপ্রেক্ষিতে কূটনীতিকরা গুলশান অফিসে আসেন। এছাড়া চলমান রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কূটনীতিকরা আলোচনা করেন।
মিটিং শেষে বিএনপির মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এনামুল হক চৌধুরী গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ভাঙচুর হওয়া গাড়িগুলি দেখান ও হামলার বর্ণনা দেন।