৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
পাকিস্তান সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বমঞ্চে বেইজিং যখন নিঃসঙ্গ ছিল তখন তার পাশে দাঁড়িয়েছিল ইসলামাবাদ। তিনি মঙ্গলবার পাক সংসদের যৌথ অধিবেশনে দেয়া ঐতিহাসিক ভাষণে এ মন্তব্য করেন। দু’দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক গতকাল ইসলামাবাদ পৌঁছিয়েছেন প্রেসিডেন্ট শি।
প্রয়োজনের সময়ে চীন-পাকিস্তান একে অন্যের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট শি আরো বলেন, বেইজিং-ইসলামাবাদ একে অন্যকে নিবিড় সমর্থন যুগিয়ে চলেছে।
এদিকে, গতকাল ২৮০০ কোটি ডলারের ৫০টির বেশি চুক্তি সই করেছে পাকিস্তান-চীন। এ সব চুক্তির বেশির ভাগই পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোকে ঋণ দেয়া সংক্রান্ত হলেও এর মধ্যে ছয়টি রয়েছে অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এ সব প্রকল্প চীনের পশ্চিমাঞ্চলকে পাকিস্তানের গোয়াদার বন্দরের সঙ্গে সংযোগ স্থাপনকারী পূর্বাঞ্চলীয় বাণিজ্যিক করিডরের কাজকে ত্বরান্বিত করবে। আগামি বছরের শেষ নাগাদ এ করিডরকে ব্যবহার উপযোগী করে তুলতে চাইছে চীন