৫২ খেলাধুলা ডেস্ক ।।
বাংলাদেশে এসে লজ্জাজনক হারের ঘোর কাটতে না কাটতেই আবারো কলঙ্কের কালি লাগলো পাকিস্তান ক্রিকেটে।
মুসলিম অধ্যুষিত পাকিস্তানে মদ নিষিদ্ধ। সেখানে মদ্যপান শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। আর ডোপ টেস্টে নিষিদ্ধ হওয়া ২২ বছর বয়সী স্পিনার রাজা হাসানকে মদ্যপান অবস্থায় একটি হোটেলের পার্টি থেকে গ্রেফতার পাকিস্তান পুলিশ। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট আবারো লজ্জায় পড়েছে।
লাহোর পুলিশ জানিয়েছে, মদ্যপান অবস্থায় একটি গ্রুপকে পুলিশ গ্রেফতার করে। সেখানে পাকিস্তানের স্পিনার রাজা হাসান ছিলেন। সেখান থেকে তাকে মদ ও নারীসহ (ড্যান্সার) গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ আর ১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা রাজা হাসান গত জানুয়ারিতে পাকিস্তানের ক্রিকেটে বোর্ডের চালানো ডোপ টেস্টে উর্ত্তিণ হতে ব্যর্থ হন। মালয়েশিয়ায় পাঠানো রাজা হাসানের ডোপ টেস্টে ‘কোকেইন পজেটিভ’ হিসেবে রিপোর্ট আসে। এরপর দেশটির ক্রিকেট বোর্ড থেকে তাকে ২ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়।