৫২ জাতীয় ডেস্ক ।।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থক মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের পোলিং এজেন্টদের কয়েকটি ভোট কেন্দ্র থেকে মারধর করে বের করে দেয়া হয়েছে অভিযোগ উঠেছে। এছাড়া, পোলিং এজেন্টদের ঢুকতে না দেয়া, সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা, জাল ভোট, ব্যালটপেপার ছিনতাই, ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন বয়কট এবং একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের খবর পাওয়া গেছে।
পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ
মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ঢাকা মেডিকেল কলেজ, সিদ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিকারুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কালাবাগান, বিজয়নগরসহ বিভিন্ন ভোট কেন্দ্রে মির্জা আব্বাসের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে।
মির্জা আব্বাসের ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন আফরোজা আব্বাস।
তাবিথের এজেন্টদের বের করে দিয়েছে পুলিশ
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে উত্তরা হাইস্কুল কেন্দ্র থেকে তাবিথের (বাস প্রতীক) সব এজেন্ট বের করে দিয়েছে পুলিশ। এসময় ৫ জনকে আটক করা হয়েছে।
ওই কেন্দ্র থেকে বিতাড়িত হয়ে বাস প্রতীকের এজেন্ট আব্দুল হালিম জানান, তারা প্রায় ২৫ জন এজেন্ট কেন্দ্রে প্রবেশ করার পর উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম তাদের পরিচয় জানতে চান। তারা বাস প্রতীকের এজেন্টের পরিচয়পত্র প্রদর্শন করলে ওসি তাদেরকে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে বলেন। অন্যথায় গ্রেফতার করবেন বলে হুমকি দেন। এসময় কয়েকজন প্রতিবাদ করলে তাদেরকে গ্রেফতার করা হয়।
জাপার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কয়েকটি ভোট কেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ অবস্থা চলতে থাকলে দুপুরের আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
তিনি জানান, ‘ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় ভোট সেন্টারে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কমিশনার কাজী হাবিবুর রহমান হাবুর লোকজন আমাদের পোলিং এজেন্টদের বের করে দিয়েছে।’
জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ৫৩ নম্বর ওয়ার্ডের আশরাফ উদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয় ও ৪৭ ওয়ার্ডের তামীরুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্র থেকেও তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
পোলিং এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ সাকির
ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি অভিযোগ করে বলেছেন, মিরপুরে দুটি কেন্দ্রে টেলিস্কোপ মার্কা সমর্থক পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারের একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের বাধা দেয়ার অভিযোগ
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের দুটি কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কেন্দ্রের ভেতর কোনো সমস্যা হয়নি।
ওই দুটি ভোটকেন্দ্র হলো রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয় এবং মিরপুর ২ নম্বরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র।
সুরিটোলায় শুরুর আগেই ভোটগ্রহণ শেষ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বংশালে সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। প্রিজাইডিং অফিসার শওকত আলী জানান, রিটানিং অফিসারের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে স্থগিতের কোন কারণ তিনি জানাতে পারেননি।
তবে, ওই কেন্দ্রের ভোটাররা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ পর্ব শুরু হলে তারা ভোট দিতে কেন্দ্রে আসেন। কিন্তু এসে দেখেন তাদের ভোট আগেই দেয়া হয়ে গেছে। এসময় ভোট প্রদানের দাবিতে প্রায় দেড় থেকে দুইশ ভোটার কেন্দ্রটির সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। বন্ধ কেন্দ্র পরিদর্শন করতে গেলে নির্বাচন কমিশনার শাহনেওয়াজের গাড়িতে জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।
ঢাকা কলেজে ড. এমাজউদ্দীনকে লাঞ্ছিত, জাল ভোট
আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ ক্যাডাররা।
সকাল সোয়া ৯টা দিকে তিনি সপরিবারে ঢাকা কলেজ কেন্দ্রে ভোট প্রদান করতে গেলে ক্যাডারা তাকে লাঞ্ছিত করে। এসময় ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা প্রফেসর এমাজউদ্দীন আহমেদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার পরিবারের অন্যান্য সদস্যদের সামনেই তাকে অপমান করা হয়। এসময় ক্যাডাররা তাঁর গাড়িতে লাথি মারতে থাকে।
সকাল ৯টা থেকে ওই কেন্দ্রে প্রকাশ্যে সিল মারতে দেখা যায় বলে সাংবাদিকরা জানিয়েছেন।
নির্বাচন বয়কট করলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী
পোলিং এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দিলেন ঢাকা উত্তরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আবদুস সোবহান।
লাটিম প্রতীকে নির্বাচন করা আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থীর অভিযোগ, তার পোলিং এজেন্টদের কেন্দ্রের ভেতর ঢুকতেই দেয়া হয়নি। এমনকি আওয়ামী লীগের প্রার্থী মোবাশ্বের হোসেন তার এজেন্টদের বের করে দেয় ও মারধর করে।
‘সন্ত্রাসীদের’ সাথে টিকতে না পেরেই নির্বাচন বর্জন করেছেন বলে জানান তিনি।
চারটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শরিয়তুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ৫৬৪, ৫৬৫ ও ৫৬৬ নম্বর কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। ৫৬৪ নম্বর কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার নীতিশ কুমার জানান, কতগুলো লোক দলবদ্ধ হয়ে একসঙ্গে ব্যালট পেপারে সিল মারার জন্য তোড়জোড় শুরু করে। এতে বাধা দেয়ায় হাঙ্গামা হয়। ফলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে।
চট্টগ্রামে কেন্দ্র দখলের অভিযোগ খসরুর
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে চট্টগ্রামে বিভিন্ন কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর আ জ ম নাছির উদ্দিন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
চট্টগ্রামে ভোট কেন্দ্র ককটেল বিস্ফোরণ
চট্টগ্রামের ১ নম্বর ওয়ার্ডের বিসিএসআইআর বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোট শুরুর আগেই এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কেন্দ্র ভোটার শূন্য হয়ে পড়ে। কেন্দ্রের দুটি বুথ থেকে ব্যালট পেপার ছিনতাইয়েরও ঘটনা ঘটে।
ভোট সুষ্ঠু হচ্ছে : নির্বাচন কমিশনার
সিটি করপোরেশন নির্বাচনে ভোট সুষ্ঠু হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনের আগে এ মন্তব্য করেন তিনি।
তিনি সকাল ৮টা ৩৫ মিনিটে কেন্দ্রটি পরিদর্শন করেন।