৫২ জাতীয় ডেস্ক।।
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোয় রক্তক্ষয়ী সংঘর্ষের বিনিময়ে শ্রমমর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন তখনকার শ্রমিকরা। সে দিনের স্মরণে আজ ১লা মে বিশ্বের ১৮৫টি দেশ এই দিবসটি পালন করছে। কিন্তু ১২৯ বছর পরও কি বাংলাদেশে কাঙ্ক্ষিত শ্রমমর্যাদা প্রতিষ্ঠা পেয়েছে?
এ প্রশ্নের জবাবে শ্রমিক নেতৃবৃন্দ রেডিও তেহরানকে বলেন, বাংলাদেশে এখনো আট ঘণ্টা কর্মদিবস পুরোপুরি কার্যকর হয়নি । শ্রমিকরা তাদের বাঁচার মতো মজুরী পাচ্ছে না। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরি হয়নি এবং আজো সকল শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ পাওয়া যাচ্ছে না ।
মে দিবসের এক সমাবেশ থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, শ্রমিকদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে।
বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার তুলে ধরে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন বলেন, শ্রম বিধিমালা তৈরি না হবার ফলে শ্রমিকদের অধিকার আজো নিশ্চিত করা যায়নি ।
এ প্রসংগে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ঢাকা অঞ্চলের আহবায়ক জনাব আবদুস সাত্তার বলেন, মে দিবসের মাধ্যমে অর্জিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার আজো বাংলাদেশের শ্রমিকদের ভাগ্যে জোটেনি।
আবদুস সাত্তার মনে করেন, শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলনের পাশাপাশি শোষক শ্রেণীকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিতাড়িত করে শ্রমিকদের রাজত্ব কায়েম করা ছাড়া চূড়ান্তভাবে তাদের অধিকার আদায় বা রক্ষা করা যাবে না।
মে দিবস পালন করতে গিয়ে বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলি তাই আজ নতুন করে শপথ নিয়েছে তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে।