মৌলভীবাজারের আগিউন গ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ফখরুল মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে আপার কাগাবলা ইউনিয়নের একটি খালে মাছ ধরতে গিয়ে গোলাপ মিয়ার সঙ্গে ফখরুল মিয়ার কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন এসে মারামারিতে জড়িয়ে পড়েন। ফখরুল মিয়া আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ভাই টিটু মিয়া মৌলভীবাজার সদর থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান জানিয়েছেন।