মোহাম্মদপুরে ভুয়ো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ছয়জনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে আদালত। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই আদেশ দিয়েছেন।
গ্রেফতার ছয়জন হলেন জাকির হোসেন, শরিফুল ইসলাম, মাসুদুর রহমান, আরিফুল ইসলাম, জাহিদ হাসান ও আবদুস সালাম।
আদালত সূত্রে জানা গেছে, ছয়জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেছে। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে প্রত্যেককে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় আসামিরা জড়িত। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি।
গত শুক্রবার রাত তিনটার পর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতি হয়।
রিমান্ডের আবেদনে বলা হয়েছে, ডাকাতরা যৌথ বাহিনীর সদস্যদের পরিচয় দিয়ে বাসায় ঢুকে ডাকাতি করে। তারা ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এই ঘটনায় আবু বকর বাদী হয়ে গত শনিবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। আবু বকর জমি ও ইট-বালু কেনাবেচার ব্যবসা করেন বলে পুলিশ জানিয়েছে।