আগামী দিনগুলোতে সকল প্রচারমাধ্যমকে তাদের সামগ্রী প্রচারের আগে জীবন্ত কিছুর ছবি ব্যবহার না করার জন্য নির্দেশ দিয়েছে তালেবান সরকারের নীতি নৈতিকতা মন্ত্রণালয়। তবে এই নির্দেশমালা ধীরে ধীরে কার্যকর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নীতি নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার বলেছেন, ‘এই আইনটি পুরো আফগানিস্তানে প্রযোজ্য হবে এবং ধাপে ধাপে কার্যকর করা হবে।’ তিনি আরও বলেছেন, ‘জীবন্ত কিছুর ছবি ইসলামের মূলনীতির পরিপন্থী। আমরা জনগণকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব।’
খাইবার জানিয়েছেন, আইন বাস্তবায়নে কোনো জোর-জবরদস্তি করা হবে না। জনগণকে এই নিয়মের ব্যাপারে পরামর্শ দেওয়া হবে এবং বোঝানো হবে যে এই ধরনের কাজ শরিয়াহ আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং এড়িয়ে চলা দরকার।
এই নতুন আইনের অধীনে গণমাধ্যমের জন্য আরও কিছু নিয়ম রাখা হয়েছে। এর মধ্যে ইসলামকে উপহাস বা অবমাননা করাও অন্তর্ভুক্ত রয়েছে।
খাইবার জানিয়েছেন, তালেবানের দক্ষিণাঞ্চলের শক্ত ঘাঁটি কান্দাহার ও হেলমান্দ প্রদেশের পাশাপাশি উত্তরাঞ্চলের তাখার প্রদেশেও এই নিয়মাবলী কার্যকর করার কাজ শুরু হয়েছে।
আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আগের তালেবান সরকারের সময়ও অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করা নিষিদ্ধ ছিল। তখনো টেলিভিশনে জীবন্ত কিছুর ছবি প্রচার বা জীবন্ত কিছুর ছবি তোলাও নিষিদ্ধ ছিল। তবে এবার আবার ক্ষমতায় আসার পর তালেবান এই আদেশকে এখন পর্যন্ত জোরালোভাবে আরোপ করেনি।