**টেকনাফে যুবককে অপহরণ, ৫০ লাখ টাকার মুক্তিপণ দাবি**
টেকনাফে বেলাল উদ্দিন (৩২) নামের এক যুবককে তুলে নিয়ে গেছে সন্ত্রাসীরা। রোববার রাত ৩টার দিকে তাকে বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়।
বেলালের চাচাতো ভাই ফরিদ হোসেন জানান, বেলাল কক্সবাজার শহরের আদালতের কাছে ফটোকপির ব্যবসা করেন। প্রতি শুক্রবার তিনি বাড়ি আসেন।
পরিবারকে ফোন করে অপহরণকারীরা প্রথমে ৭০ লাখ টাকা দাবি করে। পরে ৫০ লাখ টাকা দাবি করে তারা। পুলিশ বা অন্য কাউকে জানালে বেলালকে হত্যা করে লাশ গুম করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
বাহারছড়ার ইউপি সদস্য হাফেজ আহমেদ বলেন, বছর খানেক ধরে পাহাড়ে আস্তানা গেড়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তারা স্থানীয়দের অপহরণ করে টাকা আদায় করছে। পাহাড়ে বসবাসকারীরা বাড়ি ফিরতেও ভয় পাচ্ছে।
গত এক বছরে টেকনাফে ১৩২টি অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭৭ জন স্থানীয় বাসিন্দা এবং ৫৪ জন রোহিঙ্গা। অপহৃত ৬৭ জন মুক্তিপণ দিয়ে মুক্ত হয়েছেন।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অপহৃত যুবককে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।