এইচএসসি পরীক্ষায় সবার অটো পাসের দাবি তোলা হলে সংখ্যাগরিষ্ঠ সফল শিক্ষার্থীর ফলাফলের মূল্যমান কমে যাবে বলে মত দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অল্প সংখ্যক শিক্ষার্থী সবার অটো পাসের দাবি তুলেছে, কিন্তু এটি করা হলে যারা ভালো ফলাফল করেছে তাদের ফলাফলের মূল্য কমে যাবে।’
তিনি এও উল্লেখ করেন যে অনাকাঙ্ক্ষিত কারণে এবারের এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয়েছিলেন কর্তৃপক্ষ। তবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আগের নজির অনুযায়ী বাতিল করা বিষয়গুলোর জন্য এসএসসি পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে চূড়ান্ত ফলাফল তৈরি করছে।
এসএসসিতে ফেল করা বিষয়ে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের ফলাফলও চূড়ান্ত ফলাফলে বিবেচনায় নেওয়া হচ্ছে। শিক্ষা উপদেষ্টা বলেন, ‘যারা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না, তাদের বঞ্চিত বলা যাবে না।’
তিনি জোর দিয়ে বলেন, ‘যদি সবাইকে অটো পাস দেওয়া হয়, তাহলে যারা কঠোর পরিশ্রম করেছে এবং ভালো ফলাফল করেছে তাদের ফলাফলের মূল্য কমে যাবে।’