বন্ধ থাকা লাইসেন্স ও ফ্রিকুয়েন্সি ফেরত পেতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদন করেছে দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল৷ মঙ্গলবার সকালে বিটিআরসির চেয়ারম্যানের কাছে আবেদন পত্র জমা দেয় দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ থাকা প্রতিষ্ঠানটি।
সিটিসেলের চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেহবুব চৌধুরী ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘অন্যায়ভাবে সিটিসেলকে বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। কোম্পানি এখন তাদের পূর্বের অভিযোগের বিরুদ্ধে সকল প্রমাণ তুলে ধরবে। এতেই প্রমাণিত হবে, যে বিটিআরসির আগের অভিযোগ ছিল উদ্দেশ্যপ্রণোদিত।’
মেহবুব চৌধুরী জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আবারও লাইসেন্স ফিরে পেতে চান তারা। লাইসেন্স পেলে ৪ মাসের মধ্যেই ব্যবসা শুরু করতে পারবে বলে আশা করছেন তিনি।
সিটিসেলের আগের গ্রাহকরাও তাদের নিজ নম্বর ফিরে পাবেন বলে জানান মেহবুব চৌধুরী।
এদিকে বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেন, ‘বিষয়টি বিটিআরসির লিগ্যাল ডিভিশন দেখবে। তাদের সকল দাবি পর্যালোচনা করা হবে৷ বিটিআরসির নীতিমালা মেনেই তাদের বিষয়টি সমাধানের পথে যেতে হবে৷’
২০১৬ সালের অক্টোবরে সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।