**ভারতে স্যাটেলাইট তরঙ্গ বণ্টন নিয়ে মুকেশ আম্বানি ও ইলন মাস্কের মতপার্থক্য**
ভারত সরকার স্যাটেলাইট তরঙ্গ সরাসরি বরাদ্দ করবে, নিলামের মাধ্যমে নয়। এই সিদ্ধান্ত নিয়ে দুই বিশ্ব ধনী, মুকেশ আম্বানি ও ইলন মাস্কের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
সাধারণত স্যাটেলাইট তরঙ্গ দুইভাবে বণ্টন করা হয়: নিলামের মাধ্যমে অথবা সরাসরি বরাদ্দ দিয়ে। ভারতের জিও, ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল নিলামের পক্ষে। অন্যদিকে, ইলন মাস্কের স্টারলিংক ও কুইপারের মতো সংস্থাগুলি সরাসরি বরাদ্দের চায়।
ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে এই বিতর্কের প্রভাব পড়েছে। কংগ্রেসে ভারতী এয়ারটেলের কর্ণধার সুনীল ভারতী মিত্তাল প্রতিযোগিতা বাড়ানোর জন্য নিলামকে সমর্থন করেন।
এরপর ইলন মাস্ক প্রশ্ন করেন, ভারতে তাঁর সংস্থা পরিষেবা দিতে গেলে সমস্যা হবে কি না? ভারতের টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, সারা বিশ্বের মতো ভারতেও স্যাটেলাইট তরঙ্গ বণ্টন করা হবে। ট্রাই তরঙ্গের মূল্য এবং বিতরণের নিয়ম নির্ধারণ করবে।
সিন্ধিয়া আরও বলেন, সারা পৃথিবীতেই প্রশাসনিকভাবে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়। তাই ভারতে নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া হলে আন্তর্জাতিক রীতির পরিপন্থী হবে।
ইলন মাস্ক টেলিকম মন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানান। তিনি বলেন, স্টারলিংক ভারতের মানুষকে সেবা দিতে আগ্রহী।
গত সপ্তাহে, রিলায়েন্স তরঙ্গ বরাদ্দের প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলে। তারা সরকারকে এই প্রক্রিয়া পুনরায় শুরু করার আহ্বান জানায়।
ইলন মাস্ক আরও বলেন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) বরাদ্দ তরঙ্গগুলি অভিন্ন। ভারত আইটিইউ-র স্বাক্ষরিত এক চুক্তির পক্ষ। এই চুক্তি বলে, তরঙ্গ বণ্টন ন্যায্য এবং সস্তাভাবে হতে হবে।
কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করার জন্য একটি নীতি কাঠামো তৈরির আহ্বান জানান।