**মেডিকেল টেকনোলজিস্টদের দরকার পেশার সংস্কার**
মানবদেহের রোগ শনাক্তকরণের কাজে নিয়োজিত থাকে মেডিকেল টেকনোলজিস্টরা। এরা প্যাথলজি, রেডিওলজি, ফিজিওথেরাপি, ডেন্টাল ও ক্যান্সার বিভাগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তাদের অস্ত্রোপচার কক্ষ, ক্যাথল্যাবসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কাজ করতে হয়। এছাড়াও ওষুধ নির্মাণ, সংরক্ষণ ও বিতরণের ক্ষেত্রেও কাজ করেন ফার্মাসিতে নিয়োজিত টেকনোলজিস্টরা। তাই এরা রোগ নির্ণয়, চিকিৎসা ও স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একজন ডাক্তারের জন্য চারজন মেডিকেল টেকনোলজিস্ট ও তিনজন নার্স লাগে। কিন্তু বাংলাদেশে ডাক্তার ও নার্সদের যথাযথ সংখ্যা থাকলেও মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা অত্যন্ত কম। এর ফলে রোগ নির্ণয়ের মতো জরুরি পরিষেবা প্রায়ই বাধাগ্রস্ত হচ্ছে।
ডাক্তার ও নার্সদের মতো টেকনোলজিস্টরাও উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন। তারা ইনস্টিটিউট থেকে বিষয়ভিত্তিক কোর্স শেষ করে অন্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেডে সরকারি চাকরিতে যোগদান করতে পারলেও টেকনোলজিস্টরা ১১তম গ্রেডে যোগদান করেন।
বিশ্বাস করা কষ্টকর হলেও, দেশে এখনো স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য সরকারি চাকরিতে কোনো পদ তৈরি করা হয়নি। তাই সরকারি নিয়োগও খুবই সীমিত। কিন্তু জনবলের অভাবে সরকারি হাসপাতালগুলোতে কোটি কোটি টাকার যন্ত্রপাতি বেকার পড়ে থাকার খবর প্রায়ই বিভিন্ন সংবাদপত্রে দেখা যায়। নিয়োগের জটিলতার কারণে বেশিরভাগ টেকনোলজিস্টকেই বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র ও উন্নয়ন সংস্থায় কাজ করতে হয়। সেখানে বেতন ও কর্মঘণ্টা নিয়ে তাদের প্রতিনিয়ত বৈষম্যের শিকার হতে হয়।
এছাড়াও, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো প্রায়ই অদক্ষ ও অপেশাদার জনবল দিয়ে রোগনির্ণয়ের কাজ করিয়ে থাকে, টেকনোলজিস্ট নিয়োগ না দিয়ে। এর ফলে রিপোর্টের ভুল হওয়ার ঝুঁকি বেড়ে যায়, যা কখনো কখনো চিকিৎসার ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে।
স্বাস্থ্যসেবা একটি দলগত কাজ। এ কাজে ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মচারীদের মতো মেডিকেল টেকনোলজিস্টরাও সমান গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ ডাক্তার এবং নার্সিং পেশার কথা জানলেও, রোগ নির্ণয়ে নিয়োজিত টেকনোলজিস্টদের কাজ সম্পর্কে তাদের তেমন ধারণা নেই বা তার গুরুত্ব বোঝে না। ভালো চিকিৎসা, নার্সিং সার্ভিস এবং ওষুধ যেমন জরুরি, সঠিক রোগ নির্ণয়ও তেমনি জরুরি। উন্নত চিকিৎসার জন্য মানুষ ভালো ডাক্তারের পরামর্শ নিতে আগ্রহী, ঠিক তেমনই রোগ নির্ণয়কারী টেকনোলজিস্টের দক্ষতার বিষয়েও খোঁজখবর নেওয়া উচিত। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।
টেকনোলজিস্টদের দক্ষতা এবং সংখ্যা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত দেশ গড়ার জন্য এবং নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মেডিকেল টেকনোলজিস্ট পেশার উন্নয়ন অতীব জরুরি। এই পেশাজীবীদের সুযোগ-সুবিধা বাড়ানো উচিত। পাশাপাশি, উচ্চশিক্ষার পথ সুগম করা এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরও দক্ষ করে তোলা অবিলম্বে প্রয়োজন। মেডিকেল টেকনোলজিস্টদের পেশা সংস্কার এবং পর্যাপ্ত নিয়োগ নিশ্চিত করা হলে, সরকারি হাসপাতালগুলোতে যাবতীয় রোগ নির্ণয়ের সুযোগ সৃষ্টি হবে। এটি সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বিদেশে দক্ষ টেকনোলজিস্ট রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বার খুলে দেবে।