একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায় সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় চ্যানেলটির জেলা প্রতিনিধির ওপর হামলা করা হয়েছে। এসময় সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিতও করেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ওমর আলী।
আহত সাংবাদিক হলেন ৭১ টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ। তিনি জানান, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছেন ওমর আলী ও তার সাঙ্গপাঙ্গরা।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে।
সাংবাদিক বুলবুল আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাস চারেক আগে সদর উপজেলার চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি এর চাইতে অতিরিক্তি ফি আদায় করে ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা। সে সময় ৭১ টেলিভিশনে একটি সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়।
ওই সংবাদ প্রচারের পর উচ্চ আদালতের নির্দেশে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বর্ধিত টাকা ফেরতও দেয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ৭১ টেলিভিশনের প্রতিনিধি বুলবুল আহমেদকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মোবাইল ফোনে বাঙ্গাবাড়িয়া বাজারে আসতে বলে। বাজারে আসামাত্রই ওমর ফারুকের সঙ্গে থাকা আব্দুল মান্নান, জামাল উদ্দিনসহ অন্যান্য সন্ত্রাসীরা বুলবুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
একপর্যায়ে বুলবুলকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়। এসময় স্থানীয় লোকজনদের বাধার মুখে বুলবুল সামান্য আহত হলেও প্রাণে রক্ষা পায়।
সাংবাদিক বুলবুল জানান, ঘটনার পর থেকেই মোবাইল ফোনে ওমর ফারুকের সন্ত্রাসীরা হুমকি- ধামকি দিয়ে আসছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
এদিকে সাংবাদিক বুলবুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাটোর প্রেসক্লাব ও টিভি রিপোর্টাস অ্যাসোসিয়েশন।
তারা অবিলম্বে হামলাকারী ওমর ফারুক ও তার বাহিনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাংবাদিকরা।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, সাংবাদিক লাঞ্ছিতকারীদের নামে মামলা হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।