আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভুল রাজনীতি করছেন। গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা ছাড়া তাদের আর কোনো পথ নেই।
শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ভারতের সঙ্গে সকল আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিএনপি নেতা সালাউদ্দীন আহমেদ দেশে ফিরে আসবেন। আমি আশা করবো, এ বিষয়টি নিয়ে বিএনপি নতুন কোনো কৌশল করবে না।
সাম্প্রতিক সময়ে ব্লগার হত্যার ঘটনা মানুষকে স্তম্ভিত করেছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, সরকারকে এক্ষেত্রে তার অবস্থান পরিস্কার করতে হবে। আজ যারা ব্লগার হত্যা করছেন আগামীতে তারাই তালেবানিকরণের মাধ্যমে রাজনৈতিক সন্ত্রাস করে বেড়াবে।
এদিকে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সম্প্রতি যে ব্লগারদের হত্যা করা হচ্ছে তার মদদদাতা ও পৃষ্টপোষক হলেন খালেদা জিয়া। এজন্য তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দেশের আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারকে আমি অনুরোধ জানাবো।
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ-এ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী ওলামা লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, যারা ইসলামের নামে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে তারা সব কিছুই করতে পারে। তারা এজিদের অনুসারী। তারা আল্লাহর নামে মানুষ হত্যা করে। আর এর নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।
তিনি আরও বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিনকে লুকিয়ে রেখে খালেদা জিয়া নাটক সাজিয়েছেন। বিএনপির হারিয়ে যাওয়া অন্য নেতাদেরও তিনিই লুকিয়ে রাখতে পারেন।