বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় পৌঁছেছেন।
রোববার ভারতীয় স্থানীয় সময় রাত ১০টার পর তাকে বহনকারি এয়ার ইন্ডিয়ার বিমানটি নিরাপদেই নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সেখানে তিনি রাতেঅবস্থান করবেন। সোমবার সকালে গোহাটি হয়ে শিলং পৌঁছাবেন হাসিনা আহমেদ।
এর আগে বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে বিমানটি ঢাকা ছাড়ে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা ছিল রাত ৯টা ৪০ মিনিটে। তবে ট্রাফিক ক্লিয়ার পাওয়ায় নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই বিমানটি ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দর থেকে উড়ে যায়।
বিমানে ওঠার আগে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, “আমার স্বামী খুবই অসুস্থ। তার জন্য দোয়া করবেন।”
সাবেক সংসদ সদস্য হাসিনার সঙ্গে তার ভগ্নিপতি মাহবুবুল করীম বুলবুলও গেছেন। শিলংয়ে বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিও রয়েছেন। তিনি সালাহ উদ্দিনকে দেখেও এসেছেন।
এর আগে রোববার সালাহ উদ্দিনের স্ত্রী ভারতীয় হাইকমিশন থেকে ভিজিট ভিসা পেয়েছেন।
গত ১১ মে শিলংয়ের গলফ লিংক এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশে ৬৩ দিন ধরে নিখোঁজ থাকা বিএনপি নেতা সালাহ উদ্দিনকে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। এখন তিনি শিলং সিভিল হাসপাতালে কারাবন্দিদের জন্য নির্ধারিত সেলে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে কিডনি, লিভার ও হৃদযন্ত্রের সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি।
গত ১০ মার্চ থেকে ‘নিখোঁজ ছিলেন’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁর পরিবার ও দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়নি বলে দাবি করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।