মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র সৃষ্টি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াই করছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ডিন হেন্ডারসন এ কথা বলেছেন।
তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ প্রকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে, যে সন্ত্রাসীদেরকে সৃষ্টি করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।
এক সপ্তাহ আগে মার্কিন প্রতিনিধি পরিষদ হিজবুল্লাহর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ প্রসঙ্গে হেন্ডারসন বলেন, মার্কিন আইন প্রণেতারা পাগল কারণ তাদের তৈরি আইএসআইএল সিরিয়া ও লেবাননে বার বার বিপর্যয়ের মুখে পড়ছে।
মার্কিন বিশ্লেষক আরো বলেন, “এ মুহূর্তে বিশ্বে ডানপন্থি গোঁড়াবাদীদের নেতৃত্বে যে ক’টি হুজুগে সংসদ রয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ তার একটি। কংগ্রেস সদস্যদের বেশিরভাগেরই মধ্যপ্রাচ্য অঞ্চলে তেলের স্বার্থ রয়েছে এবং তারাই এ অঞ্চলের সম্পদ নিয়ন্ত্রণ করেন।”
হেন্ডারসন পরামর্শ দিয়ে বলেন, হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের এমন একটি শক্তি যার সঙ্গে সমন্বয় করে প্রকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমেরিকার লড়াই করা উচিত।
ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে আগ্রাসন চালানোর পর ১৯৮০ সালের দিকে হিজবুল্লাহর জন্ম হয় এবং এ পর্যন্ত ইসরাইল ও মার্কিন ও আরব চক্রের বিরুদ্ধে কয়েকবার সফল যুদ্ধ করেছে।