আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-কে সামরিক স্থাপনা পরির্দশনের অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগের মহাপরিচালক হামিদ বায়েদিনেজাদ এ কথা জানিয়েছেন। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলেছেন, ইরানের সামরিক স্থাপনার সঙ্গে পরমাণু কর্মসূচির কোনো সম্পর্ক নেই। সে কারণে আইএইএ ইরানের কোনো সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারবে না।
তিনি জোর দিয়ে বলেন, আইএইএ’র চাহিদা মতো ইরান তার সামরিক স্থাপনা পরির্দশনের সুযোগ দিতে পারে না; এর প্রয়োজনও নেই। এ বিষয়ে কোনো রকমের সন্দেহর অবকাশ নেই। বায়েদিনেজাদ বলেন, ইরানের কোনো প্রতিনিধি শত্রুদেরকে দেশের সামরিক ও প্রতিরক্ষা স্থাপনায় ঢোকার অনুমতি দেবেন না এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবেন না।