অন্তর্বর্তী সরকার পাচার হওয়া টাকা ফেরত আনাকে প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এজন্য ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে, একটি টাস্কফোর্স এবং কমিটিও গঠন করা হয়েছে।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেছেন, “এই অর্থ ফেরত আনতে কিছু কারিগরি সহায়তা দরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটন গেছেন। আমরাও যাচ্ছি। সেখান থেকে কিছু সহায়তা পাওয়ার আশা করছি। তবে এজন্য পাচার হওয়া অর্থের বিস্তারিত তথ্য প্রয়োজন।”
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন রাজনীতিকেরা। এ বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এই বিষয়ে তিনি মন্তব্য করতে পারবেন না।
সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পাচার হওয়া অর্থ কবে ফেরত আসবে? এই প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এই টাকা অনেক দিন ধরে পাচার হচ্ছে, তাই এর ফিরতি প্রক্রিয়া সময়সাপেক্ষ। তবে তিনি নিশ্চিত করেছেন যে কাজ শুরু হয়েছে।
ডিম আমদানির ফলে বাজারে স্বস্তি এসেছে, তবে সবজির বাজারে এখনও স্বস্তি নেই। এই প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সবজি মৌসুমি ফসল। খুব শীঘ্রই এ ক্ষেত্রেও স্বস্তি আসবে বলে তিনি আশাবাদী। তিনি বলেছেন, সরকার খোলা বাজারে পণ্য বিক্রি করছে এবং টিসিবির মাধ্যমে এর পরিধি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সংস্থার পাশাপাশি কিছু বেসরকারি সংস্থাও এ কাজে সহযোগিতা করছে। সরকার তাদেরও উৎসাহিত করছে।