একটি সম্পর্ক সবচেয়ে সুন্দর ও প্রাণবন্ত হয় কখন? এই প্রশ্নের একটিই উত্তর হতে পারে, তাহল- সম্পর্ক সহজ হলে। প্রেম বা দাম্পত্য জীবনে একে অপরকে চেনা, জানা, বিশ্বাস এবং আস্থার নামই সহজ সম্পর্ক। অপরদিকে একে অপরকে লুকানো, ভয় পাওয়া, মাত্রাতিরিক্ত প্রভাব খাটানো জটিল সম্পর্কের নির্দেশ দেয়। যে মানুষটির সঙ্গে জীবন কাটিয়ে দেয়ার পরিকল্পনা করেছেন, তার সঙ্গে থাকা চাই সহজ একটি সম্পর্ক। তা না হলে আপনার বা তার জীবনে আসতে পারে অসহনীয় কষ্ট। তাই আপনাদের সুন্দর সম্পর্ককে সহজ রাখার জন্য করতে পারেন সহজ কিছু কাজ-
ভালোলাগার চিরকুট
সঙ্গীকে মনের ছোট ছোট অনুভূতিগুলো জানান। সেটা হতে পারে চিরকুটের মাধ্যমে বা চিঠির মাধ্যমে। তাকে নিয়ে লিখতে পারেন দুলাইন কবিতা। হোক না ছন্দের অমিল। এতে তার কাছে আপনার উপস্থিতি বাড়বে বিশেষভাবে। সম্পর্কে আসবে মিষ্টি হাওয়া।
সব রূপে দর্শণ
সঙ্গীর সামনে আপনাকে সব সময় মেকআপ করে যাওয়ার প্রয়োজন নেই। তাকে আপনার প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখানো জরুরি। তবে বিশেষ মুহূর্তে তার জন্য বিশেষভাবে সাজতে পারেন। একটা বিষয় এখানে খেয়াল রাখা প্রয়োজন, সেটা হলো- অগোছালো আপনি তার সামনে সংকুচিত নন তো? এমন হলে সম্পর্ক সহজ হওয়ার পথ দীর্ঘ হবে।
আবেগ চেপে রাখা নয়
খুব বেশি মন খারাপ বা ভালো লাগার মাঝেও কি আপনি চুপচাপ থাকেন? এমন হলে আপনার মনের আবহাওয়া তার কাছে সব সময়ই অচেনা রয়ে যাবে। একটি সহজ সম্পর্কে আবেগ প্রকাশ করতে কখনই কোনো সংকোচ নয়।
মনের কথা ভাগাভাগি
বন্ধুর সঙ্গে মনের কথা ভাগাভাগিতে আড়ষ্টতা কেন? তার সঙ্গে আলোচনা করলে বড় কোনো সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। তার কোনো সমস্যায় বুদ্ধিমত্তার অংশগ্রহণ আপনাকে দিতে পারে বিশেষ মর্যাদা। তাই তার সঙ্গে মনের কথা ভাগাভাগি করে নেয়া বিকল্প নেই।