রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি বিকল হয়ে পড়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
দেবপ্রিয় ভট্টাচার্য, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো, বলেছেন, আগের সরকারের আমলে দেশের এমন একটা দশা হয়ে গিয়েছিল যে চুরির মামলা করার জন্যও থানার অনুমতি প্রয়োজন ছিল।
সিজিএস আয়োজিত অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ”রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি এত বেশি বিকল হয়ে পড়েছিল যে দেশের অর্থনীতিতে আজ তার প্রভাব পড়ছে।”
তিনি আগের সরকারের নীতির সমালোচনা করে বলেন, ”জাতীয় আয়ের হিসাব কীরকম করে হয়, কীভাবে বিক্রি করা পণ্যের দাম নির্ধারণ করা হয়, তা বিকৃত করা হয়েছে। এমনকি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ নেওয়ার পরও সেটিকেও ফাঁকি দেওয়া হয়েছে।”
তিনি বলেন, ”বর্তমানে অনেক কথা হচ্ছে গরিবদের কথা ভাবার। কিন্তু ভূমিহীন কৃষকের কী হবে, পোশাককর্মীদের মজুরি কত হবে এসব নিয়েও ভাবতে হবে। আর প্রতি মুহূর্তে সবার কাছ থেকে জবাবদিহি চাইতে হবে, নইলে হবে না।”
অর্থনৈতিক নীতির কথা বলে তিনি বলেন, ”সবাই সংস্কার নিয়ে কথা বলছি। কিন্তু প্রথমে আগে থেকে জমা হওয়া সংস্কারগুলিকে বাস্তবায়ন না করে শুধু নীতির কথা বলা হচ্ছে।”
তিনি বলেন, ”রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করার অর্থনৈতিক তাৎপর্য আছে। কারও রাজনৈতিক অধিকার না থাকলে তার অর্থনৈতিক অধিকার কমে যায়।”