৫২ ক্রাইম ডেস্ক।।
অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ আদায়কালে র্যাবের কাছে হাতে নাতে ধরা পড়লেন রাজধানীর ভাটারা থানার দুই এএসআই ও এক পুলিশ কনস্টেবল। আটক করা হয় নারীসহ প্রতারকচক্রের আরো দুই সদস্যকে। গেলরাতে রাজধানীর কুড়িল ফাইওভারের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।