৫২ রাজনীতি ডেস্ক ।।
তিন সিটি কর্পোরেশন নির্বাচনের পর এবার ঘর গোছানোয় মনোযোগ দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের নেতারা জানিয়েছেন, দলের মধ্যে বিদ্যমান অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা জেলাগুলোতে সম্মেলন সম্পন্ন করতে ইতোমধ্যে তোড়জোড় শুরু হয়েছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আনতে খুব শীঘ্রই কমিটি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তারা। শনিবার সময়টিভি’র এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দীর্ঘ একযুগ পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়।
এক দশকের বেশি সময় পার হলেও এখনও ঘোষণা হয়নি ঢাকা মহানগরের নতুন কমিটি। সাবেক সভাপতি মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে ছয় বছরের বেশি সময় ধরে চলছে এর কাজ। তবে অচিরেই নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে ঢাকা মহানগর এমনটাই জানিয়েছেন দলটির নেতারা। আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলুল করিম সেলিম বলেন, “কয়েকটি থানা কমিটি বাকি আছে। এরপর এ বছরের মধ্যেই মহানগর কমিটি ঘোষণা করা হবে।”
এদিকে কেন্দ্র থেকে নানামুখী পদক্ষেপ নেয়া হলেও এক থেকে দেড় যুগ সম্মেলন বঞ্চিত রয়েছে ১০টির বেশি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা। ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে অন্তত ২০টি চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। সিলেট ও রাজশাহী বিভাগের সবকটি জেলায় সম্মেলন হলেও রংপুর বিভাগে ৮ জেলার মধ্যে ২টির, চট্টগ্রাম বিভাগে ৩টির, ঢাকা বিভাগে ২১টির মধ্যে ১১টির এবং বরিশাল বিভাগে ৭টির মধ্যে ৩টি জেলার সম্মেলন এখনো বাকী রয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা জেলাগুলোর সম্মেলন পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে ।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমণি বলেন, “বড় দলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের শ্রেণী-পেশার মানুষ সম্পৃক্ত থাকে। কাজেই কোথাও কোথাও দূরত্ব থাকতেই পারে। কিন্তু সেগুলোকে সাংগঠনিক নিয়ম-কানুনের মধ্যে আমরা নিরসন করবো। যেসব জায়গায় অনেক দিন ধরে সম্মেলন হয়নি সেসব জায়গায় সম্মেলন করে আমরা সেখানকার কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলুল করিম সেলিম বলেন, “৫ জানুয়ারির দিকে বেগম খালেদা জিয়া যে নাশকতা, জঙ্গি, অবরোধ-হরতাল ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে সেই কারণে আমাদের সম্মেলনগুলো স্থগিত করা হয়েছে। তা না হলে এতদিনে সব সম্মেলন হয়ে যেতো।” দল গোছানোর পাশাপাশি বিএনপির ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এসব নেতা।