৫২ রাজনীতি ডেস্ক ।।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দল পুনর্গঠনের আগে রাজনীতি পুনর্গঠন করুন। আপনাকে পেট্রোল বোমার রাজনীতি বাদ দিতে হবে। জামায়াতের সঙ্গ ছাড়তে হবে। রাজনীতি করতে হলে বাস্তবতা মেনে, সাংবিধানিক রাজনীতি করতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ৯২ দিনের আন্দোলনে অর্থনীতির ক্ষতি হয়েছে। তবে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে বেগম খালেদা জিয়ার দলের। স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার গণতন্ত্র বিশ্বের কোনো দেশ দেয় না। স্বাধীনতার মূলস্তম্ভের বিরোধিতা কোনো গণতন্ত্র নয়। গণতান্ত্রিক সীমাবদ্ধতার মধ্যে সমস্ত মৌলিক অধিকার ভোগ করে রাজনীতি করবেন- এ গণতান্ত্রিক অধিকার পৃথিবীর কোথাও নেই।
সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড উল্লেখ করে সুরঞ্জিত বলেন, সিলেটে অনন্ত দাসকে প্রকাশ্য দিবালোকে একই পদ্ধতিতে চাপাতি দিয়ে মেরে, আবার চাপাতি ব্যাগে করে নিয়ে দিনের বেলায় চলে গেলো। আর রাষ্ট্র, স্বরাষ্ট্র, পররাষ্ট্র-এত রাষ্ট্র থাকতে অসহায় হয়ে বসে রইলাম আমরা।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আশা দিয়েও কাউকে এখনও ধরতে পারেননি। উগ্রবাদীরা প্রযুক্তিতে অনেক শক্তিশালী। এদের নিষিদ্ধ করলে হবে না, গ্রেপ্তার করতে হবে।
সুরঞ্জিত বলেন, অভিজিৎ হত্যার পরে তারা ক্ষান্ত হন নাই। এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর হুমকি এসেছে। ওসি বলছেন, চিন্তা করবেন না। অভিজিৎও চিন্তা করে নাই। কিন্তু অবশেষে দেখা গেলো ও প্রাণ দিলো। ওদের হাত লম্বা হচ্ছে, এই বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এদিকে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশী আইন প্রণেতাদের সই জাল করে বিএনপি আন্তর্জাতিক প্রতারক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। শুক্রবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, এখনো বিএনপির ষড়যন্ত্র অব্যাহত আছে। তারা বিদেশি আইন প্রণেতাদের সই জাল করে নিজেদের নামে স্টেটমেন্ট দেয়। তারা শুধু জঙ্গি নয়, তারা আন্তর্জাতিক প্রতারক। তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে।