নূরুল আমিন, ভোলা থেকে ।।
ভোলার চরফ্যাশনের দক্ষিন ফ্যাশন গ্রামে আঃ শহিদ গাজী বাড়িতে ডাকাতের হামলায় গুরুতর আহত লিটন(২৭)বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে দিবাগত রাতে মারা গেছে।লিটনের মৃত্যুতে আঃ শহিদ গাজী বাড়িতে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৩ ব্যাক্তি মারা গেল। লিটনের পরিবার ও এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেছেন।
লিটনের পরিবার ও এলাকাসূত্র জানায়, দক্ষিন ফ্যাশন গ্রামের আঃ শহিদ গাজী বাড়িতে শনিবার(২৩মে)দিবাগত রাত সোয়া ১২টায় একদল ডাকাত আক্রমন করে। ডাকাতের আক্রমনে আহত হয় গৃহকর্তা আঃ শহিদ গাজী(৫০),রুবেল(২২) ও মোমিন আলী গাজী(৮০)। এসময় বাড়ির লোকজনের ডাকচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে ডাকাতরা প্রতিবেশী জাকির হোসেন(৩০),আলাউদ্দিন(২৮) ও লিটনকে কুপিয়ে আহত করে।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনলে গুরুতর আহত জাকির হোসেন হাসপাতালেই মারা যায়। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুফিয়ার রহমান জানান,অবস্থার অবনতি দেখে গুরুতর আহত আলাউদ্দিন(২৮) ও লিটনকে(২৭) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নেয়ার পথে ২৪ মে আলাউদ্দিন মারা যায়।
অপর গুরুতর আহত লিটন বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন থাকাকালে অবস্থার অবনতি দেখে বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে ২৫ মে দিবাগত রাতে সে মারা যায়।
এদিকে ২৪ মে সন্ধ্যার পর নিহত জাকির হোসেনের ও ২৫ মে সন্ধ্যার পর আলাউদ্দিনের জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
অপরদিকে লিটনের লাশ নিয়ে ২৬ মে সকালে তার স্বজনরা বরিশাল থেকে চরফ্যাশনের দক্ষিন ফ্যাশন গ্রামে তার নিজ বাড়িতে রওয়ানা দিয়েছে। লাশবাহী গাড়ি চরফ্যাশনে পৌঁছলে তার জানাযা সম্পন্ন হবে বলে পরিবার সূত্র জানিয়েছে।ডাকাতের হামলায় এলাকার ৩ নিরপরাধ ব্যাক্তির মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।পাশাপাশি এলাকাবাসীর মাঝে আতংক ও বিরাজ করছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।