হোয়াটসঅ্যাপে বার্তা না পাঠিয়ে ড্রাফট হিসেবে রাখার সুযোগ
এবার থেকে হোয়াটসঅ্যাপে বার্তার খসড়া সংরক্ষণ করার সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে কোনো বার্তা লিখে পাঠানো না হলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে খসড়া হিসেবে চ্যাটে সংরক্ষিত থাকবে। পরবর্তী সময়ে সেই খসড়া বার্তা সম্পাদনা করা যাবে অথবা পুনরায় লিখে পাঠানো যাবে।
যদি কোনো বার্তা চ্যাট বক্সে খসড়া হিসেবে রয়ে যায়, তবে সেই খসড়া বার্তার পাশে সবুজ রঙে মোটা হরফে ‘ড্রাফট’ লেখা থাকবে। ফলে ব্যস্ততার কারণে বার্তা পাঠানো না হলেও তা খসড়া হিসেবে সংরক্ষিত থাকায় ভুলে যাওয়ার আশঙ্কা কমবে। চ্যাট তালিকায় খসড়া বার্তাগুলো সবার ওপরে দেখা যাবে। তাই কোনো চ্যাট বক্সে খসড়া বার্তা থাকলে তা সহজেই খুঁজে পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইটারে নতুন এই সুবিধাটি ঘোষণা করা হয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম Engadget-এর প্রতিবেদন অনুযায়ী, এই নতুন সুবিধাটি ইতিমধ্যেই সারা বিশ্বের সব ব্যবহারকারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে এই সুবিধাটি ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করা আবশ্যক।
এর আগে চলতি বছরের জুলাই মাসে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল যে তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। এ ছাড়া সম্প্রতি হোয়াটসঅ্যাপে গুচ্ছ করে বিভিন্ন চ্যাট সাজানোর জন্য ‘কাস্টম লিস্ট’ নামের একটি নতুন সুবিধা চালু করা হয়েছে।