৫২ টঙ্গী প্রতিনিধি ।।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৪৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গত রবিবার দুপুরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, স্থানীয় কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম, যুবলীগ নেতা মো,আওলাদ হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মাহফুজুল আলম রিজবী ও কাজী মঞ্জু প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।