৫২ টঙ্গী প্রতিনিধি ।।
টঙ্গীতে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা গতকাল সোমবার চান্দরা রহমানিয়া সিনিয়র মাদ্রাসা, বড় বাড়ি মিয়াজান সরকার মার্কেট সংলগ্ন এলাকায় ও দত্তপাড়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। চান্দরা রহমানিয়া সিনিয়র মাদ্রাসায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় স্থানীয় আওয়ামীলীগ সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লার সভাপতিত্বে মশিউর রহমান মুকুলের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, গাছা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, আলহাজ্ব আব্দুল হাই চেয়ারম্যান, গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহম্মেদ, গাজীপুর সিটি কর্পোরেশন কাউন্সিলর ছানাউর রহমান, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল, রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, মনিরুজ্জামান মনির, সাদ্দাম হোসেন তন্বয়, মোঃ হারেছ মিয়া, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দিপ, টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা, সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, মাহফুজুর রহমান, মোস্তফা কামাল খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ হেলাল উদ্দিন হেলাল, রাজিব মন্ডল, তাজুল ইসলাম প্রমুখ।
অপরদিকে বড় বাড়ি মিয়াজান সরকার মার্কেট প্রাঙ্গণে স্থানীয় আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আক্রাম হোসেন সরকারের সভাপতিত্বে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান হাজী আব্দুর রশিদ, গাছা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ এড. মোঃ মহিউদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা জালাল আহমেদ, মজিবুর রহমান, সাইফুল ইসলাম দুলাল, ইত্তেখায়রুল আলম, আক্রাম হোসেন সরকার, হাজী আদম আলী, হাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
এছাড়াও গতকাল টঙ্গী ইসলামী সিনিয়র মাদ্রাসায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টঙ্গী থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজীম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন খোকনের পরিচালনায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি একে এম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব গণি মিয়া, টঙ্গী থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, সিরাজুল ইসলাম সিরাজ, মামুনুর রশিদ মোল্লা, এসকে হারুনুর রশিদ মৃধা, সাঈদুল হক লিটন প্রধান, একে এম পলাশ, শহীদুল ইসলাম জঙ্গী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।