ব্যক্তিগত কিম্বা অফিসের কাজে আমরা অনেকেই নিয়মিত ভাবে গুগল ড্রাইভ ব্যবহার করি। অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ এবং আদান-প্রদানের সুযোগ থাকায় অনেকেই গুরুত্বপূর্ণ তথ্যও গুগল ড্রাইভে রাখেন। তবে অনেক সময় ভুলবশত গুগল ড্রাইভ থেকে গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলা হতে পারে। এর ফলে সময় নষ্টের পাশাপাশি নানান ধরণের সমস্যার মধ্যে পড়তে হয়। তবে ইচ্ছে করলেই গুগল ড্রাইভ থেকে মুছে ফেলা ফাইল উদ্ধার করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক গুগল ড্রাইভ থেকে মুছে ফেলা ফাইল উদ্ধার করার পদ্ধতিটি।
মুছে ফেলা ফাইল উদ্ধারের জন্য প্রথমে গুগল ড্রাইভ অ্যাপে প্রবেশ করে বাম দিকের উপরের দিকে থাকা তিনটি রেখার (হ্যামবার্গার) মেনুতে ট্যাপ করুন। এরপর দেখানো অপশনগুলি থেকে ‘বিন’ অপশনটি নির্বাচন করুন। এখানে সর্বশেষ ৩০ দিনের মধ্যে মুছে ফেলা ফাইলগুলির একটি তালিকা পাবেন। এবার যে ফাইলটি ফিরিয়ে আনতে চান, তার পাশে থাকা তিনটি ডট চিহ্নে ট্যাপ করে ‘রিস্টোর’ অপশনটি নির্বাচন করুন। এতেই ফাইলটি আগের অবস্থানে ফিরে আসবে।