৭ বছর বয়স্ক মুসা গুলিবিদ্ধ হওয়ার সাড়ে তিনমাস পর চোখ খুলল
১৯ জুলাই, ছাত্র-জনগণের আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়েছিল বালক মুসা। বর্তমানে সে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি আছে। জানা গেছে, মুসা এখন সুস্থ হয়ে ওঠছে এবং চিকিৎসার সাড়া দিচ্ছে।
মুসার চিকিৎসার খবর নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে তাকে চোখ খুলে হাসতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, মুসা ডাক্তারদের সঙ্গেও কথা বলছে।
মুসার সুস্থতায় তার পরিবার ও স্বজনরা খুশি। তারা আশা করছেন, মুসা দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।