শাকিব খান অভিনীত দরদ ছবি দিয়ে বাজারে আবার জৌলুস ফিরিয়ে আনার আশা করছিলেন প্রযোজক ও হলমালিকরা। কিন্তু সেই সঙ্গে উঠে এসেছে এই ছবিটি পাইরেসির খবর। গত কয়েক বছরেও বেশ কয়েকটি বড় বাজেটের ছবি পাইরেসির কবলে পড়েছে। পরিচালক রায়হান রাফী বলছেন, "সিনেমা পাইরেসি হওয়াটা মড়ার ওপর খাঁড়ার ঘা।" এই নির্মাতার দুটি ছবি সুড়ঙ্গ ও তুফান পাইরেসি হওয়ার পরেই ছবিটির প্রযোজনা সংস্থা আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
পাইরেসি হলে প্রযোজকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, এবং তখন তারা আর নতুন সিনেমা বানানোর আগ্রহ হারিয়ে ফেলেন। পাইরেসি আমাদের সিনেমা শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। যখন কিছুটা পরিস্থিতি সামাল দিতে পেরেছিলাম, সিনেমা আবার উঠে দাঁড়াচ্ছিল, তখন এভাবে পাইরেসি আবার মাথা চাড়া দিয়েছে। যত দ্রুত সম্ভব এটি বন্ধ করতে হবে।
দরদ সিনেমা গতকাল থেকে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডে মুক্তি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সপ্তাহ চলছে। আগামী ২৯ নভেম্বর ভারতেও মুক্তি পাবে এই ছবি। এর মধ্যে পাইরেসির খবর সিনেমাটির নির্মাতা এবং প্রযোজকদের জন্য অশনিসংকেত বলে মনে হচ্ছে।
পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, তিনি অনলাইনে ছড়িয়ে পড়া দরদের সব কপি সরাতে পেরেছেন। গতকাল বিকেল পর্যন্ত ২২,০৩৩টি আইডির সাহায্যে ছবিটি পাইরেসি করা হয়েছিল।
এক দশক আগের তুলনায় এখন সিনেমা মুক্তি পায় কমবেশি অর্ধেক। হলের সংখ্যাও কমেছে। বর্তমানে প্রতি বছর ৫০টি বা তারও কম সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে আলোচনায় থাকে মাত্র হাতে গোনা কয়েকটি ছবি। বড় বাজেটের এবং বড় তারকার এসব ছবির ব্যবসায়িক সফলতা নিয়ে আশাবাদী হন প্রযোজক, পরিচালক এবং হলমালিকেরা।
পাঁচ মাস আগে মুক্তি পাওয়া তুফান পাইরেসির কবলে পড়ে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে মুক্তির তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বার পাইরেসি হয় এই ছবিটির। এর আগে রাজকুমার, সুড়ঙ্গ, হাওয়া, হুব্বাসহ আরও বেশ কয়েকটি ছবির পাইরেসি হয়েছে। সাধারণত দর্শকদের আগ্রহ পাওয়া সব সিনেমারই পাইরেসি হয়।
দরদের পাইরেসির খবরে শোনা গেছে মর্মাহত রায়হান রাফী। গতকাল বিকেলে মোবাইলে প্রথম আলোকে তিনি বলেন, "আমাদের সিনেমার অবস্থা এমনিতেই খুব একটা ভালো নয়। যে সিনেমাগুলো ব্যবসায়ীকভাবে সফল হচ্ছে, ভালো চলছে—এগুলো যদি পাইরেসি হয়ে যায় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়।"
তুফান ও সুড়ঙ্গের প্রসঙ্গ টেনে রাফী আরও বললেন, "এই দুটি ছবির মুক্তির সময়ও শোনা গিয়েছিল ভারতে পাইরেসি হয়ে গেছে। দরদ তো ভারতে মুক্তি পায়নি, তাহলে পাইরেসি হলো কোথায়? এই বিষয়ে ভালোভাবে খতিয়ে দেখা উচিত। মোবাইল ফোন বা ক্যামেরায় ভিডিও রেকর্ড করে ইউটিউব বা ফেসবুকে সিনেমা ছড়ানো হচ্ছে, হলমালিকদের এই বিষয়টিও খতিয়ে দেখা উচিত। নাহলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা আরও খারাপের দিকে যাবে। যদি প্রযোজকরা ছবি বানিয়ে আর্থিকভাবে লাভবান না হন, তাহলে তারা আর নতুন ছবি বানাবেন না। পাইরেসি আমাদের সিনেমা শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। যখন সব কিছু ঠিক হচ্ছিল, সিনেমায় আবার উন্নতির দেখা মিলছিল, তখন পাইরেসি এভাবে চড়াও হয়েছে। যত দ্রুত সম্ভব এটি বন্ধ করতে হবে।"
পাইরেসি যেহেতু হল থেকেই ছড়ায়, তাই রাফী মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত। দায়িত্ব নেওয়ার কথাও তিনি বলেন, "হলের কর্তৃপক্ষকে সর্বক্ষণ সতর্ক থাকতে হবে, কেউ মোবাইল দিয়ে ভিডিও করছে কিনা। হলে প্রবেশের সময় তল্লাশি করে দেখতে হবে, কেউ গোপন ক্যামেরা নিয়ে ঢুকছে কি না।"
উৎসবের বাইরে বড় বাজেটের এবং দেশের সবচেয়ে বড় তারকার একটা সিনেমার মুক্তির কথা উল্লেখ করে রাফী বলেন, "ঈদের বাইরে মুক্তি পাওয়া ছবি যদি এইভাবে পাইরেসি হয়ে যায়, তাহলে দর্শকদের আগ্রহ কমে যায়। অনেকেই তখন পাইরেসি কপি দেখবেন বলে ভাবেন। দর্শকদের আমার আকুল আবেদন, আপনারা যদি সত্যিকারের সিনেমাপ্রেমী হন, তাহলে পাইরেসি কপি দেখবেন না। এটা দেখা অন্যদের জন্যও অন্যায় এবং দণ্ডনীয়। আপনি যদি আবার কারও সঙ্গে লিঙ্ক শেয়ার করেন, তাহলে আপনিও আইনের আওতায় পড়বেন।"
যুক্তরাষ্ট্র থেকে দরদের পাইরেসি হয়েছে বলে জানিয়েছেন পরিচালক ও প্রযোজক অনন্য মামুন। কারণ, ইন্টারনেটে পাওয়া দরদের যেকোনো সংস্করণেই ইংরেজি সাবটাইটেল রয়েছে। তিনি বলেন, "সিনেমা এইভাবে পাইরেসি হওয়া আমার একার ক্ষতি নয়, পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। উৎসবের বাইরে এবং বিজয়োৎসবের দিনে বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার