৫২ টঙ্গী প্রতিনিধি ।।
টঙ্গীর মুদাফার বাগাবাড়ি এলাকায় পারিবারিক কলহের জের ধরে জরিনা বেগম (৪৫) গতকাল মঙ্গলবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এঘটনায় টঙ্গী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্যালাক্সী গার্মেন্ট কারখানার শ্রমিক ইয়াদ আলী তার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগমকে নিয়ে বাগাবাড়ির ফয়েজ উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। সাংসারিক খুটিনাটি বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। এরই জের ধরে গতকাল সকালে স্বামী ইয়াদ আলী কাজে চলে গেলে জরিনা ঘরের জানালার শিকের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে এলাকাবাসী ইয়াদ আলীকে খবর দিলে তিনি এসে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের এসআই নজমুল হুদাসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী মডেল থানার এসআই নজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।