৫২ ফিচার ।।
“কি পাগল বানাইলা মোরে থাকিতে পারিনা ঘরেতে
তাইতো আমি ছুটে আসি তোমার দরবারে দয়াল তোমার মাজারে”
আধ্যাত্নিক গানের কোকিল রাজিয়া সুলতানা মুন্নি এ ভাবেই শুরু করেন তার প্রথম পরিবেশনা, বিনোদন জগৎ এ মানুষের মনে আনন্দ দিয়ে তার মনকে তর-তাজা রাখার অন্যতম মাধ্যম হলো গান।
গানের বিভিন্ন রকমের প্রকরভেদ রয়েছে, ভাটয়ালি, ভাওয়াইয়া, লালন গিতি, পল্লী গিতি, আধুনিক, আধ্যাত্বিক প্রভৃতি । যুগে যুগে অনেক শিল্পিরা গান গেয়ে দশক শ্রোতার মনোরঞ্জন করেছেন ।রাজিয়া সুলতানা মুন্নী যেন সেই শিল্পীদের ন্যায় লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার এক গান নক্ষত্রের নাম । তিনি তার মধুর কন্ঠে আধুনিক-আধ্যাত্নিক গান গেয়ে দশক শ্রতার মন মুগ্ধ করেছেন ।
মুন্নী ১৯৮৫ সালের ৫ জুন দেশের সুনামধন্য রাজনীতিবিদ এম.এ রেজা ও ফরিদা রেজা নূর এর কণ্যা । এম.এ রেজা বঙ্গবন্ধুর ব্যাক্তিগত নিরাপত্তা রক্ষী ও স্বাধীনতার একজন অন্যতম সংগঠক ছিলেন, পরবর্তীতে তিনি এম পি ছিলেন । তার মা হলেন সুরেশ্বর দরবার শরীফের মোতাওয়ালী ও গদীনশিল পীর কেবলা সৈয়দ শাহ সুফি জালাল নূরী (রাহ:) এর বড় মেয়ে ।
জন্ম সূত্রে রক্ষনশিল পরিবার পাওয়ায় বেশ কঠিন ভাবে সংগিতের পরিচর্চা করতে হয় মুন্নীকে, একরকম বলা যায় পরিবারের সাথে লড়াই করেই তার এই প্রতিভাটিকে ধরে রাখতে হয় ।
গান চর্চায় প্রধান বাধা হয়ে দাড়ান তার মা ফরিদা রেজা নূর । এই বিষয়ে মুন্নী বলেন- “ আমার মা গানকে পেশা হিসেবে নেওয়াটা পছন্দ করতেননা তাই তিনি আমাকে বিভিন্ন ভাবে বাধা দিতেন, তবে আমার মামা ও চাচাদের কাছ থেকে সহায়তা পাওয়ায় এইটুকু পথ পাড়িদিতে পেরেছি, এই ক্ষেত্রে আমার বাবার কথা আজ বেশি বেশি মনে পরছে, তিনি বলতেন মা তুমি ভালো ভাবে বড় হও কিন্তু তুমি দেশের ও পরিবারের বোঝা না হয়ে সম্পদে পরিনত হও এটাই আমার প্রত্যাশা ’’
আধুনিক গানের শিল্পী রাজিয়া সুলতানা মুন্নী ঢাকা বিশ্ববিদ্যালয় এর আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উত্তিন্ন হন ।
ওস্তাদ আখতার সাদমানীর কাছে তিনি র্দীঘ ৬ বৎসর ক্লাসিক্যাল গানের দীক্ষানেন ।
“আমার ফতে আলীর পাক দরবারে দিও মোরে ঠাই
সেই সূরেতে প্রেম বাজারে ভক্তের মন যোগাই ’’
রাজিয়া মুন্নী তার প্রথম একক এ্যালবাম ‘সূরেশ্বরের সুরের সাগর’ – ২০১২ সালে উপহার দেন, তার দ্বিতীয় এ্যালবাম আল কোরআনের ফুল – ২০১৩ সালে বাজারে আসে, হামদ ও নাত নিয়ে তার তৃতীয় এ্যালবাম ‘আল্লাহ আমার প্রভূ’ বাজারে আসে – ২০১৫ সালে, বর্তমানে তার আধুনিক গানের প্রথম একক এ্যালবাম ‘কেনো জানি’ বাজারে এসেছে ।
রাজিয়া মুন্নী তার কৃতির সম্মাননা হিসেবে পেয়েছেন অসংখ্য পুরস্কার, তার মধ্যে রয়েছে বাংলাদেশ কালচারাল একাডেমি (বি সি এ) শুভেচ্ছা স্বারক – ২০১১, কবি নজরুল সম্মাননা – ২০১২, বিনোধন ধারা পারফরমেন্স এ্যাওয়ার্ড – ২০১৪ ইত্যাদি ।
পছন্দের শিল্পিদের মাঝে রয়েছেন সাবিনা ইয়াসমিন । আধ্যাত্নিক ও আধুনিক গানের কোকিল রাজিয়া সুলতানা মু্ন্নী দর্শক শ্রোতার উদ্দ্যেশ্যে বলেন – “ আপনারা আমার এ্যালবাম গুলো শুনে আমার প্রতি বিচার করবেন, আমি আশা করবো আমার সুরের মাধ্যমে আমি আপনাদের মনে জায়গা করে নেবে ’’