৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতে প্রচণ্ড দাবদাহে মৃতের সংখ্যা ১১০০ ছাড়িয়ে গেছে। ব্যাপক উত্তাপের কারণে অন্ধ্রপ্রদেশে ৮৫২ ও তেলেঙ্গানা রাজ্যে ২৬৯ জনের মৃত্যু হয়েছে। গত ১০ দিনের এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার জঙ্গমহেশ্বর পুরমে ৪৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজ্যে তীব্র দাবদাহের কারণে ওই জেলায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। পূর্ব গোদাবরী জেলায় ৯০ জন মারা গেছে। এছাড়া বিশাখাপত্তনমে ৮৪, বিজয়নগরমে ৬১, প্রকাশমে ৫৭, নেল্লোরে ৩৯, শ্রীকাকুলামে ২৫, চিত্তুরে ২০, কডপ্পাতে ১৩, অনন্তপুরে ১১ এবং কুরনুলে ৮ জনের মৃত্যু হয়েছে।
দিল্লি এবং উত্তরপ্রদেশসহ দেশের বিভিন্ন রাজ্য তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে প্রচণ্ড দাবদাহ চলছে। এদের মধ্যে বেশিরভাগ রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশে রয়েছে।
হায়দারাবাদ আবহাওয়া দফতর বলছে, এই মুহূর্তে গরম থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বুধবারও আবহাওয়া উত্তপ্ত হয়ে থাকবে।
বেসরকারি আবহাওয়া পূর্বাভাস এজেন্সি স্কাইমেট সূত্রে জানা গেছে, উড়িষ্যার অঙ্গুলে সবচেয়ে বেশি ৪৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মহারাষ্ট্রের চন্দ্রপুর এবং ওয়ার্ধাতে যথাক্রমে ৪৬.৬ এবং ৪৬.৫ ডিগ্রি তাপমাত্রা রয়েছে।
উত্তর এবং দক্ষিণ ভারতের কিছু এলাকায় আগামী দু’দিনের মধ্যে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। অন্যদিকে, কাশ্মির উপত্যাকায় অবশ্য আবহাওয়া অবশ্য ঠিকই আছে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।