প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে ভুয়া বলেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, আজকে কার বাজেট কে দেয়। যারা বাজেট দিয়েছে তাদের কি জনগণের প্রতিনিধিত্ব আছে? দেড় বছর আগে তারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের বাজেট ঘোষণার অধিকার নেই। এটা ভুয়া সরকারের ভুয়া বাজেট। এ বাজেটে দারিদ্র্য বিমোচনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা প্রজন্ম দল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এদিকে, ২০১৫-১৬ অর্থবছরের জন্য সরকারের প্রস্তাবিত বাজেটকে বারিশ ও সাগরে ভাসা বাজেট বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। শুক্রবার সকালে রাজধানীর আসাদ গেটের দলীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
শফিউল আলম প্রধান বলেন, এ বাজেট আমাদের মানুষদের রক্ত ও ঘামের টাকায় ট্রানজিট-করিডোরের অবকাঠামো নির্মাণ করা হবে। অদৃশ্য ইশারায় প্রতিরক্ষা তথা সেনা খাতে বরাদ্দ নিতান্তই কম। মানব সম্পদ উন্নয়নে কার্যকর দিশানাই। এ বাজেট সাগরে ভাসা মানুষের মিছিল আরও লম্বা করবে। এক কথাই এ বাজেট রাবিশ। সাগর ভাসা বাজেট। তিনি আরও বলেন, আওয়ামী ওয়ালাদের এ বাজেট রাবিশ। এ বাজেট এ দেশীয় গোলাম ও বিদেশি প্রভুদের লুটপাটের বাজেট। ৫ই জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে গদি দখলের নজরানা।
জাগপার মিডিয়া উইং ফরিদ উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। অপরদিকে, প্রস্তাবিত বাজেটকে দুর্নীতির বার্ষিক বরাদ্দপত্র বলে আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। চরমোনাই পীর বলেন, বিশাল অংকের বাজেট দিয়ে অর্থমন্ত্রী গৌরববোধ করলেও সাধারণ জনগণ এর কতভাগ সুফল পাবে তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে।
বাজেট প্রস্তাবনায় কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাসে ভরা লোক দেখানো মনতুষ্টির নিষ্ফল প্রয়াস চালানো হলেও এ কথা স্পষ্ট যে, বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় এবারের বাজেটেও সরকারদলীয় নেতাকর্মীদের লুটপাটের সুবিধার দিকে লক্ষ্য রেখে বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় দেশী-বিদেশী লুটপাটকারীদের পকেট ভারি করার বাজেট এটি।