৫২ টঙ্গী প্রতিনিধি ।।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৫ এ অংশগ্রহণকারী টঙ্গীর সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে ৭ম স্থানে রয়েছে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ ।
এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৩৯ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। এর মধ্যে ৪২৬ জন জিপিএ-৫ পেয়েছে। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ থেকে ৪৮৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশসহ ২০১ জন জিপিএ-৫ পেয়েছে। হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল থেকে ৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪২জন জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে। টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে ২৬১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন।
এদিকে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা মাদ্রাসা বোর্ডে ৮ম স্থান অর্জন করেছে। এ বছর টঙ্গী শাখা থেকে ৪০৬ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ১৯০ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করলেও এবার ফলাফলের দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়েছে মাদ্রাসাটি।
এব্যাপারে যোগাযোগ করা হলে তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার প্রিন্সিপাল শফিকুল্লাহ আল মাদানী বলেন, ‘বাংলা পরীক্ষার দিন বোর্ডের লোকজন ১শ’ পরীক্ষার্থীর খাতা প্রায় ১ঘন্টা আটকে রেখেছিল। তাই এবার ফলাফল কিছুটা খারাপ হয়েছে।’