৫২ ভোলা প্রতিনিধি ।।
ভোলা পৌর ছাত্রদল সভাপতি নুরে আলমকে(৩০) ডিবি পুলিশ আটক করেছে। ভোলা সদর রোডস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ডিবি পুলিশ তাকে আটক করেছে। বর্তমানে নুরে আলমকে ডিবি অফিসে রাখা হয়েছে।
ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদ পৌর ছাত্রদল সভাপতি নুরে আলমকে আটকের সত্যতা স্বীকার করেছেন।
এদিকে ডিবি পুলিশ কর্তৃক আটক ছাত্রদল নেতা নুরে আলমের মুক্তির দাবী জানিয়েছেন ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারন সম্পাদক মোঃ ফারুক মিয়া, সিঃ সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল-আমিন, ভোলা সরকারী কলেজ শাখা ছাত্রদল সভাপতি আসাদুল হাসান বান্না ও জেলা ছাত্রদল নেতা শাহেদ মাহমুদ বাপ্পি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।