৫২ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক ।।
একদল গবেষক বলেছেন, টাইপ টু ডায়াবেটিস দেখা দেয়ার সঙ্গে স্ট্যাফলোকোকাস অরিয়াস নামের একটি ব্যাকটেরিয়ামের সম্পর্ক রয়েছে। ত্বকে সাধারণ সংক্রমণ, খাদ্য বিষক্রিয়া এবং এমআরএসএ রোগ সৃষ্টিতে এ ব্যাকটেরিয়া জড়িত । কিন্তু টাইপ টু ডায়াবেটিসের সঙ্গে এ ব্যাকটেরিয়ার সংক্রমণের কথা এই প্রথম শোনা গেল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’এর হিসাব অনুযায়ী ২০১২ সালে ডায়াবেটিস বা বহুমূত্র থেকে সরাসরি সৃষ্ট কারণে বিশ্বে ১৫ লাখ মানুষ মারা গেছে। ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের ৯০ শতাংশই টাইপ টু ভুগে থাকেন বলেও জানিয়েছে হু।
আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানীরা খরগোশ নিয়ে গবেষণায় দেখতে পেয়েছেন স্ট্যাফলোকোকাস অরিয়াস’এর সংক্রমণের সঙ্গে টাইপ টু ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। তাদের গবেষণায় ধরা পড়েছে স্ট্যাফলোকোকাস অরিয়াস’র সংক্রমণে দীর্ঘদিন ভুগলে দেহে একজাতের টক্সিন বা অধিবিষের সৃষ্টি হয়। এতে খরগোশ দেহ ইনসুলিন প্রতিরোধী হয় এবং দেহের গ্লুকোজ সহ্য ক্ষমতা কমে।
আর এ গবেষণা ভিত্তিতে স্বাভাবিক ভাবেই ধারণা করা হচ্ছে, স্ট্যাফ ব্যাকটেরিয়া নির্মূলের লক্ষ্যে চিকিৎসা করা হলে তাতে দেহের ইনসুলিন প্রতিরোধী হওয়া এবং গ্লুকোজ সহ্য ক্ষমতা কমে যাওয়ারও চিকিৎসা হবে।