নূরুল আমিন, ভোলা দক্ষিণ প্রতিনিধি ।।
ভোলার মনপুরার কাটাখাল ও ঢালচরের মাঝামাঝি মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ যাত্রিদের মধ্যে ২শিশুর লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয় নি।ফলে নিখোঁজ ২ শিশুর পরিবারে শোকের মাতম চলছে। কান্না থামছে না পরিবারের সদস্যদের।
জানা যায়,বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দেড়শতাধিক যাত্রি নিয়ে কাটাখাল ও ঢালচরের মাঝামাঝি মেঘনায় একটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ ঘটনায় এ পর্যন্ত ৮যাত্রির লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ রয়েছে জান্নাত(৯) ও জনি(৪) নামের দুই শিশু। ট্রলার ডুবির পরই ৬যাত্রি ও পরে ২ যাত্রীর লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার করা এখনো সম্ভব হয় নি।
দূর্ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের সদস্যরা ট্রলার নিয়ে ২শিশুর লাশ উদ্ধারের জন্য মেঘনার বিভিন্ন পয়েন্টে চষে বেড়িয়েছেন। প্রানান্তকর চেষ্টার পরও ২শিশুর লাশ উদ্ধার করতে না পারায় ২টি পরিবারে দেখা দিয়েছে হতাশা। আদৌ শিশু দুটির লাশ পাওয়া যাবে কিনা এ নিয়ে হতাশায় পড়েছেন পরিবারের সদস্যরা।