৫২ রাজনীতি ডেস্ক ।।
সরকার ২০১৯ সালের আগেই জাতীয় সংসদ নির্বাচনে ‘বাধ্য’ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামিক পার্টি আয়োজিত মরহুম আলহাজ অ্যাডভোকেট আবদুল মোবিনের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নোমান বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। আর তাই ক্ষমতাসীনদের আঘাতের বিরুদ্ধে আমরা অস্ত্র হাতে নিতে পারি না। কিন্তু সভা-সমাবেশ, আন্দোলন ও ব্যালটের মাধ্যমে তার কঠোর জবাব দিতে পারি। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে নোমান বলেন, এই সরকারের পরাজয় হবেই। তখন এই সরকার জনগণের সামনে আসতে পারবে না। কারণ বর্তমান অবৈধ সরকার ও সংসদকে জনগণ কখনো স্বীকৃতি দেয়নি, ভবিষ্যতেও দেবে না।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির যুববিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা, মহাসচিব মঞ্জুরুল আহাসান ঈসা, লিবারেল ডেমোক্রেটিক পাটির নেতা রেদওয়ান আহমেদ, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ইসা শাহেদী ও নায়েবে আমির প্রিন্সিপাল মো. শওকত হোসেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
আয়োজক সংগঠনের যুগ্ম মহাসচিব হাফেজ শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।