৫২ রাজনীতি ডেস্ক ।।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার পূর্বশর্ত। বর্তমান সরকার সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম অব্যাহত রেখেছে। সরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ ও খবরদারির খড়গ চাপিয়ে তাদের পুরোনো পথেই আবার যাত্রা শুরু করেছে।”
মঙ্গলবার ১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’। এ উপলক্ষে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, “১৯৭৫ সালের ১৬ জুন বাক-স্বাধীনতা হরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। এই দিনে তৎকালীন একদলীয় বাকশাল সরকার তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে মুক্তচিন্তা ও মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদ কর্মী চাকরি খুইয়েছিল, অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের রুজি-রোজগার ও সন্তানদের ভবিষ্যৎ। পরবর্তীতে জিয়াউর রহমান ওই ধারা বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেন।”
তিনি বলেন, “সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের ওপর নির্যাতন অব্যাহত রেখেছে এবং অনেক ক্ষেত্রে বিচারও হচ্ছে না। সাগর-রুনীর হত্যাকাণ্ডের বিচার না হওয়া এর অন্যতম উদাহরণ।”
খালেদা বলেন, “আমি রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রের বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক ভাই ও বোনদের সদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি।”