৫২ জাতীয় ডেস্ক ।।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বুদ্ধিজীবী হত্যার অভিযোগে জামায়াত নেতা মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। বুদ্ধিজীবী হত্যার অভিযোগ তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। এই অভিযোগে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উচ্চ আদালত।
আপিল বিভাগ কর্তৃক মঙ্গলবার সকালে মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে দেয়া রায়ের পরে নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “আশা করছি শিগগির পূর্ণাঙ্গ রায় পাবো।” পূর্ণাঙ্গ রায় পাওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।
বুদ্ধিজীবী হত্যা মামলায় প্রথম রায় এটি বলেও উল্লেখ করেন মাহবুবে আলম। তিনি বলেন, “বুদ্ধিজীবীদের হত্যাটা পরিকল্পনা ও নীল নকশার ফলে হয়েছে।” মুজাহিদের উস্কানিমূলক বক্তব্যের ফলেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে মত ব্যক্ত করেন মাহবুবে আলম।