৫২ জাতীয় ডেস্ক ।।
রাজধানীর খিলগাঁওয়ে এক নারী কনস্টেবলকে ধর্ষণের মামলায় তার সাবেক স্বামী পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার কক্সবাজারের কলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ মতিউল ইসলাম জানান, সকালে জেলার কলাতলী এলাকা থেকে ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। এরপর তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।
খিলগাঁও তিলপাপাড়ার একটি বাসায় গত ১১ জুন রাতে ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে সেই নারী কনস্টেবলের অভিযোগ। ঘটনাস্থল থেকে খিলগাঁও থানা মাত্র ৫০০ গজ দূরে।
তার বড় বোন গত ১৩ জুন ঢাকার খিঁলগাও থানায় এএসআই কলিমুরসহ অজ্ঞাতপরিচয় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এতে বলা হয়, কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে কলিমুর তার সাবেক স্ত্রীকে ধর্ষণ করেন।
তিনি জানান, চার বছর আগে তার বোনের সঙ্গে সেই এএসআইয়ের বিয়ে হয়েছিল। বিয়ের তিন বছর পর ১০ লাখ টাকা যৌতুক দাবি করে এবং ‘আজেবাজে’ কথা বলে তার বোনকে পুলিশের চাকরি ছেড়ে দেয়ার জন্য চাপ দিচ্ছিলেন তার স্বামী। এসব নিয়ে এক বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে।
ওই ঘটনা নিয়ে স্বামীর বিরুদ্ধে ওই নারী কনস্টেবল আদালতে মামলা করেছিলেন বলেও জানান তার বোন।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গাজীপুরে মায়ের সঙ্গে থাকছিলেন ওই নারী কনস্টেবল। গত ১১ জুন রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর সাবেক স্বামী তাকে ধরে তিলপাপাড়ার ওই বাসায় নিয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ।
মামলার তদন্ত কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, এএসআই কলিবুর এপিবিএন-এ যোগ দেওয়ার জন্য খিঁলগাও থানা থেকে ১১ জুন ছাড়পত্র নেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।